পাথরঘাটায় আলোচিত মা-মেয়ে হত্যার ঘটনায় আরো এক আসামি কারাগারে
পারিবারিক কলহের জেরে বরগুনার পাথরঘাটায় মা সুমাইয়া (১৮) ও মেয়ে সামিরা আক্তার জুঁইকে (৯ মাস) হত্যার পর মাটিতে পুঁতে রাখা মামলার আরেক আসামি মো. রিমনকে (১৯) গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে বরগুনা সিআইডি পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. রাসেল মজুমদার আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ নিয়ে ওই হত্যা মামলার ৪ জন আসামি গ্রেফতার হয়েছেন।
এর আগে শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাথরঘাটা ইউনিয়নের হাতেমপুর গ্রাম থেকে রিমনকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বরগুনা সিআইডির উপ-পরিদর্শক সুরজিৎ বলেন, পাথরঘাটার মা-মেয়েকে চাঞ্চল্যকর হত্যা মামলার সর্বশেষ আসামি রিমনকে আটকের পর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ জুলাই পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাতেমপুর গ্রামে এ চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার ঘটনা ঘটে। ওইদিন সকাল ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালের পাড় থেকে মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানা পুলিশ।