পাথরঘাটায় গৃহহীনদের পূর্ণবাসন ঘরের কাজের উদ্বোধন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ৯ এপ্রিল ২০২২

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের পুর্নবাসনের জন্য আশ্রয়ন ঘরের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গত কাল শনিবার বেলা এগারোটায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামে ৬০ টি আশ্রয়ন ঘরের উদ্বোধন করা হয়।


পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্ব কাজের উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুর আলম, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম প্রমুখ।


উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, পাথরঘাটা উপজেলার ২৫০ জন ভুমিহীন ও গৃহহীনের পুর্নবাসনের জন্য কাজ চলমান রয়েছে। এগুলোর মধ্যে আজ পাথরঘাটা সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামের ৬০ টি আশ্রয়ন প্রকল্পের ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে।


পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবীর জানান কাজের মান সঠিক রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এবং যাতে করে কোনো ধরনের অনিয়ম না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)