জুতা পায়ে শহীদদের প্রতি এমপির শ্রদ্ধা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৬ মার্চ ২০১৮

জুতা পায়ে এমপির শ্রদ্ধাপাথরঘাটা নিউজ অনলাইন ডেস্কঃ
জুতা পায়ে রেখেই মোমবাতি প্রজ্জ্বলন করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারা। এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয়েছে সমালোচনা।

জাতীয় গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভা শেষে মিলনায়তনের সামনের অভিবাদন মঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি গ্রহণ করা হয়। সন্ধ্যায় সে মঞ্চেই প্রথমে জুতা পায়ে উঠে মোমবাতি প্রজ্জ্বলন করেন সংসদ সদস্য দারা।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম বলেন, ‘মোমবাতি প্রজ্জ্বলনের উদ্দেশ্যে- শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। শুধু শহীদ মিনারই নয়, যে স্থানটিকে বেছে নিয়ে আমরা শ্রদ্ধা জানাব, অনুভব করতে হবে সেটি পবিত্র স্থান। সে পবিত্র জায়গায় জুতা পায়ে রেখে শ্রদ্ধা জানানো হয় না। আমি মনে করি, শহীদদের প্রতি শ্রদ্ধা খালি পায়েই জানানো উচিত।’

দারার জুতা পায়ে ওই মোমবাতি প্রজ্জ্বলনের কয়েকটি ছবি তার অনুসারীরাই ফেসবুকে আপলোড করেছেন। এসব ছবি সংসদ সদস্যতকেও ট্যাগও করা হয়েছে। এবং বিভিন্ন লোকজনে বিভিন্ন রকমের মন্তব্যও করেছেন ছবিটি নিয়ে।

এ বিষয়ে কথা বলতে সোমবার সকালে সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারার মুঠোফোনে ফোন করা হলে বলেন, ‘একটা প্রোগ্রামে আছি বলে এরিয়ে যান এবং পরে ফোন করতে বলেন। পরে আবার ফোন করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মোমবাতি প্রজ্জ্বলনে কোনো সরকারি কর্মসূচি ছিল না। কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আলোচনা সভা শেষে ওই কর্মসূচি হাতে নেয়া হয়েছিল। এ জন্য উপজেলা পরিষদ চত্বরের অভিবাদন মঞ্চকে বেছে নেয়া হয়েছিল।

তবে উপজেলা পরিষদ চত্বরে একটি শহীদ মিনারও আছে। সেটি বাদ দিয়ে অভিবাদন মঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন করা নিয়েও চলছে সমালোচনা।
তবে সংসদ সদস্য দারার জুতা পায়ে মোমবাতি প্রজ্জ্বলন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ইউএনও।

পাথরঘাটা নিউজ/বিএএস/এএসএমজে/২৬ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)