পাথরঘাটায় ৩০ ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপকরণ প্রদান
বরগুনার পাথরঘাটায় ৪ টি বিদ্যালয় ও ১ টি মাদ্রাসার ৩০ শিক্ষার্থীকে সন্মাননা ক্রেস্ট, ১টি করে ব্যাগ ও শিক্ষা উপকরণ ভিতরণ করেন রহমান ফাইভ প্যারাডাইস এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
আজ শনিবার সকাল ১০টার সময় সংকল্প ট্রাস্টের মিলনায়তনে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে
সন্মাননা ক্রেস্ট, ১টি ব্যাগ ও শিক্ষা উপকরণ ভিতরণ করেন তুলে দেন।
রহমান ফাইভ প্যারাডাইস এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আ.ন.ম বজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মো. কাইউম মীর, মো. রাকিব, মারুফ বিল্লাহ, চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির, হাড়িটানা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএসএম জসিমসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, রহমান ফাইভ প্যারাডাইস এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মো. তাওহিদুল ইসলাম।