পাথরঘাটায় অবৈধ কারেন্ট জাল ও চিংড়ির রেনু জব্দ
কোস্টগার্ডের দক্ষিন জোন বরগুনার পাথরঘাটা স্টেশনের সদস্যরা বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জল ও ৫০ হাজার চিংড়ির রেনু জব্দ করেছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে বিকেল ৪টার পর্যন্ত এ তারা এ অভিযান চলান। এসময় কাউকে আটক করতে পারেনি তারা।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডর মো. হরুন-অর রশিদ জানান, তাদের নিয়মিত টহলের সময় বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় গোপন সংবাদে ভিত্তিতে মহিপুর থেকে পাথরঘাটা গামী এমভি পাথরঘাটা-২ লঞ্চে অভিযান চালিয়ে ৫০ হাজার পিচ চিংড়ির রেনু জব্দ করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে চিংড়ির রেনুগুলো নদীতে আবমুক্ত করেন এবং জাল গুলো পুড়িয়ে ধ্বংশ করে লঞ্চ মালিক যেন পরবর্তীতে রেনু বহন না করে সেই সর্তে মুচলেকা রেখে ছেলে দেয়া হয়।