পাথরঘাটায় ২শ কেজি জাটকাসহ ১৪ জেলে আটক
বরগুনার পাথরঘাটায় ২শ কেজি জাটকা ও ৫০ হাজার মিটার অবৈধ জালসহ ১৮ জেলেকে আটক করেছে পাথরঘাটা স্টেশানের কোস্টগার্ডে সদস্যরা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল-মুজাহিদ আটক জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমান
করে ছেরে দেন।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশানের কমান্ডার লেফটেন্যান্ট মো. হারুন-অর রশিদ জানান, গোপন সংবাদে ভিত্তিতে বিষখালী নদীতে অভিযান পরিচালনা করে একটি ট্রলার দেখে সন্দেহ হলে তল্লাসী চালানো হয়। এসময় ওই ট্রলারে থাকা প্রায় ২শ কেজি জাটকা ইলিশ ও ৫০ হাজার মিটার অবৈধ ছোট ফাঁসের জালসহ ১৮ জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রত্যেক
জেলেকে ২ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা জরিমানা এবং জাটকা ইলিশ গুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থ্যদেও মাঝে ভিতরণ করে জাল গুলো পুড়িয়ে ধ্বংশ করা হয়।