পাথরঘাটায় অ্যাম্বুলেন্স চালক মনিরের মৃত্যুতে বিশেষ দোয়া মোনাজাত
বরগুনার পাথরঘাটায় অ্যাম্বুলেন্স চালক মনিরের মৃত্যুতে অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের পক্ষে বিশেষ মোনাজাত। আজ শুক্রবার জুমার নামাজের পর পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ এ মনিরের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করে অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন।
গত ২৬ জানুয়ারি বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্স চালক মনিরের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সমস্যায় ভুগতে ছিলেন।
অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.সাইফুল হাসান , অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিয়াজ, এছাড়াও অ্যাম্বুলেন্স ড্রাইভার , ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।
সভাপতি রফিকুল ইসলাম সুমণ জানান, মনির দীর্ঘদিন যাবত আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল। সে খুব ভালো মানুষ ছিল । আমরা অ্যাম্বুলেন্স সমিতি তাঁর রূহের মাগফিরাতের জন্য আর জুমার নামাজের পড়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি।