পাথরঘাটায় ডাকাতির ঘটনায় জড়িত আরো দুই জনকে আটক
বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের গহরপুর গ্রামে সংগঠিত ডাকাতির ঘটনায় আরো দুই ডাকাতকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। সোমবার দুপুরে পাথরঘাটা থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক।
এর আগে, শনিবার ভোর রাতে পাথরঘাটা উপজেলা সদর পাথরঘাটা ইউনিয়নের গহরপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। এসময় সুজন নামে একজনকে ঝাপটে ধরে আটক করতে পারলেও বাকি সাত আটজন ডাকাত পালিয়ে যায়।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মল্লিক জানান, এখন পর্যন্ত ডাকাতির অভিযোগে তিনজনকে আটক দেখানো হয়েছে। তারা হলো, বরিশালের চরমোনাই ইউনিয়নের লতিফ গাজীর ছেলে মো. সুজন (২৮), বরিশাল সদরের চন্দ্রমোহন গ্রামের আজাহার হাওলাদারের ছেলে মো. মাসুম (৪৬), বরগুনার পাথরঘাটার বড়ইতলা গ্রামের আলতাফের ছেলে মো. মিজান।
বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ সরকার জানান, ডাকাতি করতে এসে জনতার হাতে আটক সুজনের দেয়া তথ্যমতে এবং প্রযুক্তি ব্যাবহার করে মাসুম ও মিজানকে বরগুনায় তাদের এক আত্মীয় বাড়ি রোববার ভোর রাতে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।