পাথরঘাটায় র‌্যাবের হাতে তক্ষক সহ আটক এক

asraful islam
asraful islam,
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ৯ জানুয়ারী ২০২২

পাথরঘাটায় র‌্যাবের হাতে তক্ষক সহ আটক একবরগুনার পাথরঘাটায় ০২টি তক্ষক সহ মো. শাহআলম (৩৪) নামের একজনকে আটক করেছে র‌্যাব। আটক শাহআলম পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকার মৃত মোক্তার মোল্লা এর ছেলে।

শনিবার দিবাগত রাত একটার দিকে ঐ এলাকা থেকে শাহআলমকে আটক করেছে র‌্যাব-৮ এর বিশেষ একটি টিম।

পটুয়াখালী ক্যাম্পেন ডিএডি মোক্তার হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তক্ষক ও শাহআলম আটক করে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত দুইটি তক্ষকের মূল্য আনুমানিক ২ কোটি টাকা।

র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার, বিএন মো. শহিদুল ইসলাম জানান, তক্ষক শিকার করা বন্যপ্রাণী আইনে গুরুতর অপরাধ। দুটি তক্ষকসহ একজনকে আটক করা হয়েছে। আটক শাজাহানকে আইনি প্রক্রিয়া শেষে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়ছে। উদ্ধারকৃত তক্ষক পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)