পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুমন, সম্পাদক জসিম
বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের ২০২২ সালের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে মোহনা টেলিভিশনের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি সুমন মোল্লা সভাপতি ও দৈনিক নয়া-দিগন্ত পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ও পাথরঘাটা নিউজের বার্তা সম্পাদক এএসএম জসিমকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়।
বুধবার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী রাকিব বিন ত্বোহা দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক জয় বিশ্বাস দৈনিক আজকের পরিবর্তন, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন দৈনিক আমাদের সময়, সদস্য রফিকুল ইসলাম কাকন দৈনিক এশিয়ান বাণী, ইমাম হোসেন নাহিদ দৈনিক সমকাল ও এসএম জসিম বাংলা টেলিভিশন।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)