পাথরঘাটায় পৃথক অভিযানে বিপুল পরিমানে জাটকা ইলিশ ও জাল জব্দ
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশানের সদস্যরা পৃৃথক আভিযানে বিভিন্ন প্রকারের ১লাখ ১৫ হাজার মিটার অবৈধ জাল ও জাটকা ১০ মন জাটকা ইলিশ জব্দ করেছে।
আজ মঙ্গলবার সকাল ৭ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিষখালী নদী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডর দক্ষিণ স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হারুন অর-রশিদ জানান, কোস্টগার্ডের নিয়মিত টহল পরিচালনার সময় বিষখালী নদীর বাইনচটকী ফেরীঘাট এলাকা থেকে মামুন সিকদারের মালিকানাধীন এফবি ভাই ভাই নামের একটি ট্রলার দেখে সন্দে হলে তল্লাসী চালিয়ে ১০ মন জাটকা জব্দ করা হয়। এসময় বিষখালী এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭০ হাজার মিটার কারেন্ট জাল, ৩০ হাজার মিটার চরগড়া, ১৫ হাজার মিটার চিংড়ি জাল ও ১টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে বিকেল ৪টার দিকে জব্দ ইলিশ গুলো বিভিন্ন এতিম খানা ও দুস্থ্যদের মাঝে ভিতরণ করে জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।
এর আগে গতকাল মোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিষখালী নদীর মোহনা লালদিয়া এলাকা থেকে এফবি তুলি নামের একটি মাছ ধরা ট্রলার ২৫ মণ জাটকাসহ জব্দ করে এতিম খানাগুলোতে ভিতরন করে দেয়া হয়।