পাথরঘাটায় ২৫ মন জাটকা জব্দ, এতিম ও অসহায়দের মাঝে বিতরণ
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর ও বিষখালি নদীর মোহনা লালদিয়া এলাকা থেকে এফবি তুলি নামের একটি মাছ ধরা ট্রলার থেকে ২৫ মণ জাটকা জব্দ করেছে কোষ্টগার্ড সদস্যরা। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই জাটকা জব্দ করে পাথরঘাটা কোস্টগার্ড। পরে ওই জাটকা মাছ বিভিন্ন এতিমখানায় ও অসহায়দের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশিদ বলেন, নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে লালদিয়া এলাকা থেকে একটি মাছধরা ট্রলারে জাটকা বোঝাই করে ঘাটে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে সেখান থেকে এফবি তুলি নামের একটি মাছধরা ট্রলার থেকে ২৫ মণ জাটকা জব্দ করা হয়। পরে ওই জাটকা মাছ রাত আটটার দিকে পাথরঘাটা লঞ্চঘাট সংলগ্ন পাথরঘাটা কোস্টগার্ড কার্যালয় থেকে পাথরঘাটার বিভিন্ন এতিমখানায় ও অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, পাথরঘাটা কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ওই ২৫ মণ জাটকা জব্দ করা হয়। পরে ওই মাছ বিভিন্ন এতিমখানা ও দরিদ্রের মধ্যে বিলি করা হয়েছে