পাথরঘাটায় ৫০ জেলেকে উপকরণ দিলো কোষ্টগার্ডের
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা ৫০ জেলেকে জীবন রক্ষাকারী উপকরন দিয়েছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড বিসিজি পাথরঘাটা স্টেশন থেকে এগুলো বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রশীদ,(এক্স)বিএন জানান, উপকূলীয় জেলেদের জীবন সুরক্ষার জন্য ৫০ জন জেলেকে জীবন রক্ষাকারী উপকরন লাইফবয়া, লাইফজ্যাকেট, টর্চলাইট, রেডিও ও রেইনকোট বিতরণ করা হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)