নতুন মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান
অনলাইন ডেস্কঃ মাত্র ৪৪ ওয়ানডেতে ১০০ উইকেট নিয়ে ইতিহাস গড়েলেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান। রবিবার বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে ফিরিয়ে তিনি এ রেকর্ড গড়েন। সবচেয়ে কম ম্যাচের খেলার পাশাপাশি সবচেয়ে কম বয়সেও এই মাইলফলক স্পর্শ করলেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার।
এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। ৫২ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি। পেছনে ফেলেছিলেন সাকলায়েন মুশতাককে। সাবেক পাকিস্তানি অফ স্পিনার ১০০ উইকেট নিয়েছিলে ৫৩ ম্যাচে। এরপর রয়েছে শেন বন্ড। কিউই এই পেসার উইকেটের সেঞ্চুরি স্পর্শ করেন ৫৪ ম্যাচে।
এ এম বি / পাথরঘাটা নিউজ / সূত্র : ইএসপিএন ক্রিকইনফোর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)