গভীর সমুদ্রে গ্রাফির রশি পায়ে পেঁচিয়ে পাথরঘাটার জেলের মৃত্যু
বঙ্গোপসাগরে সভীরে ট্রলার নোঙর করার জন্য গ্রাফি ফেলার সময় রশি পায়ে পেঁচিয়ে পানিতে ডুবে পরিমল মিস্ত্রি (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে সুন্দরবন থেকে দক্ষিন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
নিহত পরিমল পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের নকুল মিস্ত্রির ছেলে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, উপজেলার বাদুরতলা গ্রামের আহমদ মিস্ত্রির মালিকানা এফবি তানজিনা ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরছিল। শনিবার সন্ধ্যার পরে সাগরে গিয়ে ট্রলারটি নোঙ্গর করার জন্য ওই ট্রলারের পরিমল নামে এক জেলে গ্রাফি ফেলার সময় পরিমলের পায়ে রশি পেঁচিয়ে সাগরে পরে যায়। তাৎক্ষণিক ওই টলারে অন্যান্য জেলেরা পরিমলকে উদ্ধারের জন্য রশি টানাটানি করার কিছুক্ষণ পর উদ্ধার করতে সক্ষম হলেও ততক্ষনে তিনি মারা যান। ভোররাতে মরদেহ নিয়ে পাথরঘাটায় পৌঁছেছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সাগরে জেলের মৃতুর ঘটনা সুনেছি। জেলেরা লাশ নিয়ে আসার পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।