পাথরঘাটায় নারী নেত্রীকে হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি
বরগুনার পাথরঘাটায় নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছেন সাবেক কাউন্সিলর ও জাতীয় মহিলা পরিষদের পাথরঘাটা উপজেলার সাধারন সম্পাদক নারী নেত্রী মুনিরা ইয়াসমিন খুশি।
আজ সোমবার সকাল ১০টার সময় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিরাপত্তা দাবি জানান।
এর আগে গত বৃহস্পতিবার প্রতিবেশি শাহনাজ আক্তারসহ ৪ জনের নাম উল্লেখ করে পাথরঘাটা থানায় সাদারন ডায়েরী (জিডি) করেছেন, যাহার নম্বর-১২০২।
খুশি জানান, প্রতিবেশি শাহনাজ আক্তার তার জমির মধ্যে সীমানা প্রাচীর করে বসত ঘরের কাজ শুরু করেন। এ নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রায়ই শাহনাজ বখাটে লোকদের দ্বারা হুমকি দিয়ে আসছেন। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছেন। তারপরেও তারা থেমে নেই। সবশেষ গত শনিবার রাত ৯ টার দিকে হুমকি দিয়ে যায় বখাটেরা। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জীবনের নিরাপত্তা দাবি জানান এই নারী নেত্রী।
অভিযুক্ত শাহনাজ তার সকল অভিযোগ অস্বীকার করে বলেন, খুশির সাথে সীমানা প্রাচীর নিয়ে বিরোধ, কিন্তু তার জীবনের নিরাপত্তা বিঘিœনত হয় এমন কোন আচরন করিনি। তাদের সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উল্টো তাদের জন্য আমরা ঘর থেকে বের হতে পারিনা। সিমানা প্রচীরের সাথে ঘরের ওয়াল টানার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সধোত্তর দিতে পারেননি।
এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার সাংবাদিকদের বলেন, খুশি নামে এক নারী থানায় জিডি করেছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে পাঠানো হয়েছে।