পাথরঘাটায় ঈদে মিলাদুন্নবী সঃ উপলক্ষ্যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ঘোষনা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সেবামুলক দ্বীনি প্রতিষ্ঠান ‘তাইফান্ড ট্রাস্ট’। এ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩ বছর ধরে চলে আসছে। আগামী (১৮ আক্টোবর) সকাল ৯টার সময় পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুরু হয়ে এশার নামাজের পর পুরুস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।
এ অনুষ্ঠানে পবিত্র হিফজুল কুরআন (২ গ্রুপে), হামদ-নাত, আযান, সাধার জ্ঞান (স্কুল, মাদ্রাসা) ও বক্তৃতা (স্কুল, মাদ্রাসা) এর উপর প্রতিযোগীতা হবে। একজন ছাত্র দুটি বিষয়ের উপর অংশগ্রহন করতে পাবেন বলে জানা গেছে।
বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার ২ হাজার টাকা, ২য় পুরস্কার ১ হাজার ৫শ টাকা ও ৩য় পুরস্কার ১ হাজার টাকা দেয়া হবে।
এ প্রতিযোগীতায় পাথরঘাটা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও হাফেজী মাদ্রাসার ছাত্রদের জন্য তাইফান্ড ট্রাস্টের এ আয়োজন করেছে। এ অনুষ্ঠানে পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক সকলের অংশগ্রহন মুলক সহযোগীতা কামনা করেছেন।
আগ্রহী অংশগ্রহনকারীদের আগামী ১৩ আক্টোবরের মধ্যে এন্তেজামিয়া কমিটির কাছে জমা দেয়ার জন্য অনুরো করা হয়েছে।
আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া বিন সিদ্দিক, পেশ ইমাম, পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ
০১৭১৬৬৬৩৭৩৯, ০১৭৬১৭৮৬৩৭২