জেলা পুলিশের উদ্যোগে ৩৬ তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারের বরগুনার ২১ জন সংবর্ধিত

নোমান আল সাকিব
নোমান আল সাকিব, ফিচার লেখক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৫ মার্চ ২০১৮

---
নোমান আল সাকিব: ৩৬ তম বিসিএস-এ বরগুনা জেলা হতে ২১ জন বিভিন্ন ক্যাডারে নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের উদ্যোগে রবিবার (২৫ মার্চ) বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধিত করা হয়।

পুলিশ সুপার বিজয় বসাক, বিপিএম, পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ তরিকুল ইসলামসহ ৩৬ তম বিসিএসে উত্তীর্ণদের অভিভাবকবৃন্দ। উপস্থিত সংশ্লিষ্ট সকলেই ৩৬ তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীদের ভবিষ্যৎ কর্ম জীবনের সফলতা কামনা করেন এবং বরগুনা জেলা হতে ২১ জন বিভিন্ন ক্যাডারে নির্বাচিত হওয়ায় অভিনন্দনজ্ঞাপন করেন।

৩৬ তম বিসিএসে উত্তীর্ণ বরগুনা জেলার স্থায়ী বাসিন্দা ২১ জন হলেন-
১) দীপক চন্দ্র দেবনাথ (দীপু)- শিক্ষা
২) মোঃ আবদুল্লাহ আল মামুন (সাগর)- কৃষি
৩) জাকিয়া হাবিব- শিক্ষা
৪) জিন্নাত জাহান পন্নী- শিক্ষা
৫) মোঃ মিজানুর রহমান সোহেল- শিক্ষা
৬) ননি গোপাল বেপারী- শিক্ষা
৭) উদয় কুমার মিত্র (উদয়)- স্বাস্থ্য
৮) মোসাঃ আফরোজা আক্তার রিম্মি- অডিট এন্ড একাউন্ট
৯) ফারহানা আফরোজ ঊর্মি- সমবায়
১০) মোঃ ইব্রাহীম- কৃষি
১১) সারাহ ফারজানা হক- তথ্য
১২) হাফসা আক্তার সোনিয়া- তথ্য
১৩) মোসাঃ তানজিনা সাথী- কর
১৪) মোঃ আল-আমিন- কৃষি
১৫) মোঃ বায়েজিদুর রহমান- প্রশাসন
১৬) মোঃ রিয়াজুর রহমান- প্রশাসন
১৭) ফারজানা আনসারী- কৃষি
১৮) রিফাত আরা মৌরি- প্রশাসন
১৯) মোঃ মাহফুজুর রহমান (মাহফুজ)- কৃষি
২০) মোঃ তরিকুল ইসলাম শামিম- শিক্ষা
২১) মোঃ হাফিজুর রহমান- শিক্ষা

এন এ এস/পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)