হাসানুল হক ইনুকে পাথরঘাটা ওসির নিন্দা
বরগুনার পাথরঘাটায় স্কুলছাত্রী আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় একাত্তর জার্নালের ‘টক শো’তে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ‘থানায় মামলা না নেয়ায় ওসি এসপিকে বরখাস্ত করা উচিত’ বলে মন্তব্য করেছেন। ইনুর এমন বক্তব্য’র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার। গণমাধ্যকে দেয়া এক প্রতিবাদলিপিতে ওসি বাশার এ প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন। লিখিত বক্তব্য ওসি বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পাথরঘাটা পৌরশহরের বাসিন্দা ওই ছাত্রীর মা থানায় উপস্থিত হয়ে বিষয়টি ওসি আবুল বাশারকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে ঘটনায় জরিত নাঈম ও সবুজের অভিভাবকদে থানায় ডেকে পাঠান। কিন্ত ওই দুই ছাত্রের অভিভাক থানায় আসেননি। পরেরদিন শনিবার স্কুল ছাত্রীর মা’র এজাহারের প্রেক্ষিতে পাথরঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০২০ এর ১০ ও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯(১)/৩৫ পাথরঘাটা থানায় মামলা হয়। মামলা নং -২৭।
একইদিন বিকেল পাঁচটায় একাত্তর টেলিভিশনের ‘একাত্তর জার্নাল’ এর আলোচনায় জাসদ সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের এমপি হাসানুল হক ইনু এ পাথরঘাটায় জোর করে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রীর মা মামলা করতে গেলেও থানায় মামলা নেয়া হয়নি উল্লেখ করে ‘ ওসি এসপিকে বরখাস্ত করা উচিৎ” বলে মন্তব্য করেন। জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন মন্তব্যে ওসি আবুল বাশার নিন্দা জানিয়ে এর প্রতিবাদ করেন।