তালতলীতে সচিবকে পেটালো চেয়ারম্যান: সচিব কক্ষে তালা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:২৮ পিএম, ২৬ মার্চ ২০১৮

---
মোস্তাফিজুর রহমান (নিজস্ব প্রতিনিধি): বরগুনার তালতলীতে ইউপি চেয়ারম্যানের হাতে ইউপি সচিব ভব চন্দ্র রঞ্ছন শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদে রোববার (২৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউনিয়ন পরিষদের সচিব ভব চন্দ্র রঞ্ছন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাবলু ও তার ছেলে কাওছার এর দ্বারা নির্যাতিত হয়েছে বলে যানা গেছে।

জানা গেছে, সম্প্রতিক ইউনিয়নের আওতাধীন সকল প্রকল্প সহ ডকের জরুরী কাগজপত্র ইউপি চেয়ারম্যান নিতে পরিষদে গেলে সচিব লিখিত চায় যে আপনার মেয়াদ শেষ তাই কোনো কাগজপত্র লিখিত ছাড়া দিতে না পারায় চেয়ারম্যান সহ তার পুত্র কাওছার ইউপি সচিব কে বেধরক মারধোর শুরু করে গায়ে র্শাট ছিড়ে ফেলে। মারধর করে জন্ম নিবন্ধন,ট্রেড লাইন্সের ২৫ হাজার টাকা সহ জরুরী ফাইলপত্র নিয়ে যায় চেয়ারম্যান ও তার ছেলে এবং সচিব কক্ষে তালা লাগিয়ে দেয়।

স্থানীয় সফেজ প্যাদা বলেন, পরিষদের মধ্যে মানুষের কান্না শুনে পরিষদের গেলে দেখি সচিব কে মারধোর করেন চেয়ারম্যান।সচিব স্থানীয় সফেজ প্যাদাকে দেখে বলেন আমাকে বাঁচান তার পরে সে সচিব কে আগলে ধরে তাকে কঠর মারের হত থেকে বাচান।

ইউপি সচিব ভব চন্দ্র রঞ্ছন বলেন, আমি চেয়ারম্যানকে ইউনিয়নের সকল প্রকল্প সহ ৫ বছরের ডকের জরুরী কাগজ পত্র না দেওয়ায় তার ছেলে সহ সে আমাকে মারধোর করে।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাবলুর মুঠো ফোনে বার বার যোগাযোগ করলে সে ফোন কেটে দেয়। তবে তার ছেলে কাওছার বলেন,আমরা কাগজ পত্র চাইতে গেলে তা নিয়ে কথার কাটাকাটি হয় কিন্তু মারধোরের কোনো ঘটনা ঘটে নাই।

তালতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তবে অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নিবার্হী অফিসার ফারজানা বলেন, আমাকে জানানো হয়েছে তদন্ত করে সত্যতা যাছাই করে এবং থানায় মমলা করার জন্য সচিবকে বলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন এ এস/পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)