পাথরঘাটা স্কুলের পাশে গাঁজা চাষ, আটক ১
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর সদর ইউনিয়নের হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয় পাশে গাঁজা চাষের অপরাধের সাইমুল হক প্রিন্স (৩৫) নামে এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
শুক্রবার বেলা বারোটার দিকে হাতেমপুর এলাকায় অভিযান চালিয়ে সাইমুল ইসলাম প্রিন্সকে আটক করে। সাইমুল হক প্রিন্স একই এলাকার নিজামুল হক চুন্নুর ছেলে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক মোহাম্মদ শওকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয় পাশে একটি মাছের ঘেরে অভিযান চালালে চারটি গাঁজা গাছের সন্ধান পাওয়া যায়। এসম ঘের মালিক সাইমুল ইসলাম প্রিন্সকে আটক করে গাঁজার গাছগুলো জব্দ করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, দীর্ঘদিন ধরে সাইমুল ইসলাম প্রিন্স তার এলাকায় মাছের ঘেরের মধ্যে কৃষি বাগানের আড়ালে গাঁজা চাষ করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য উৎপাদন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।