নিখোঁজ সংবাদ
পাথরঘাটা থেকে প্রতিবন্ধী মোঃ শাহ জাহান (৪৮)নামের এক ব্যাক্তি হারিয়ে গেছে। তার পিতার নাম মৃত জেন্নাত আলী । তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার খলিফার হাট তাফালবাড়িয়া ।
গত ৬ সেপ্টেম্বর, ২০২১ তারিখ দুপুর ২.৩০ মিনিটের দিকে তাফালবাড়িয়া নিজ বাসা থেকে বড় ভাইয়ের বাসায় যাই বলে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। বড় ভাইকে ফোন করলে তিনি বলেন শাহজাহান আমাদের বাড়িতে আসেনি ।সে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়। তাকে খুঁজে না পাওয়ায় তার স্ত্রী খাদিজা বেগম (৪২) পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তার স্ত্রী খাদিজা বেগম (৪২) বলেন, আমার স্বামী প্রতিবন্ধী সে গত ৬ সেপ্টেম্বর আমার কাছে বলেছে যে বড় ভাইয়ের বাড়িতে যাই। কিন্তু তাদের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে আমাদের বাড়িতে আসেনাই।এছাড়াও নিকট আত্মীয় স্বজন সবার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি কারো বাড়িতে যায় নি।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে 01776402850 এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।