বাঘের আক্রমণ থেকে বাঁচতে লোকালয়ে হরিণ
বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ রক্ষায় জনবসতি এলাকায় চলে এসেছে সুন্দরবনের একটি মায়া হরিণ।
পরে আহত হরিণটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবার সুন্দরবনে ছেড়ে দেয় বন বিভাগ।
হরিণটি সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন সংলগ্ন ঘাগরামারীর জনবসতি এলাকায় ঢুকে পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহত প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগ।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বাঘের আক্রমণের শিকার হয়েছিল হরিণটি। গলায় বাঘের কামড়ে ক্ষত সৃষ্টি হয়ে পচন ধরেছিল।
তিনি আরও জানান, হরিণটি উদ্ধার করে করমজল প্রজনন কেন্দ্রে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুপুরে প্রাণীটিকে আবার সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)