পাথরঘাটায় ১৯ শিক্ষার্থীকে সংকল্প ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান
বরগুনার পাথরঘাটায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থ সহায়তায় ও সংকল্প ট্রাস্টের মাধ্যমে ১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৩ হাজার ২শ ৪৪ টাকা বৃত্তি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এ বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহম্মদ আল-মুজাহিদ।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সংকল্প ট্রাস্টের চেয়ারপার্সন আবুল বাশার আজাদ, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অাসাদুজ্জামান, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফারুক, পাথরঘাটা নিউজ এর নির্বাহী সম্পাদক ও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক তারিকুল ইসলাম কাজী রাকিব ও সংকল্প ট্রাস্টের নিবার্হী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদসহ সংকল্প ট্রাস্টের কর্মকর্তা বৃন্দ।