সুন্দরবন এলাকায় জেলে বিহীন ইলিশ বোঝাই ট্রলারটি উদ্ধার
সুন্দরবনের আলোর কোল এলাকায় এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরার ট্রলার ভাসতে থাকে সোমবার সন্ধ্যা থেকে। মঙ্গলবার সকালে স্থানীয় জেলেরা দেখতে পান মাঝিমাল্লা বিহীন ট্রলারটিতে ইলিশ ও জাল বোঝাই রয়েছে। জেলেরা পরবর্তীতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীকে জানালে তিনি পশ্চিম জোনের কোস্টগার্ড অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মেজবাহ কে জানান। মঙ্গলবার দুপুরে ট্রলারটি পশ্চিম জোনের কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
গোলাম মোস্তফা চৌধুরী জানান, গভীর সমুদ্রে মাছ ধরার পর ঘাটে ফেরার পথে গভীর বঙ্গোপসাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বৈরী আবহাওয়ার সাগর উত্তাল থাকায় ট্রলারের মাঝি-মাল্লারা অন্য একটি ট্রলারে উঠে নিজেদের জীবন রক্ষা করে। ট্রলারটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দুলাল কম্পানির মালিকানাধীন বলে জানা গেছে।
বাংলাদেশ ফিসিং বোট ফেডারেশনের সাধারণ সম্পাদক
ফজলুল হক গাজী জানান, মায়ের দোয়া ট্রলারের মাঝিমাল্লারা পটুয়াখালীর মহিপুর মালিক সমিতির হেফাজতে নিরাপদ আছেন।
পশ্চিম জোনের কোস্টগার্ড অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মেজবাহ জানান, মঙ্গলবার মঙ্গলবার দুপুরে দিকে ট্রলারটি উদ্ধার করে দুবলার চর এলাকায় কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে। ট্রলারটির তলা ফেটে গিয়েছে বলেও জানান তিনি।