পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবারো রোগীর মোবাইল চুরি

আল আমিন ফোরকান
আল আমিন ফোরকান,
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১

---পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবারো রোগীর মোবাইল চুরির ঘটনা ঘটেছে।অথচ নেই কোন সিসি ক্যামেরা ফুটেজ ।এর আগেও একাধিকবার মোবাইল চুরির ঘটনা ঘটেছে।


মোঃ মঞ্জুরুল আলম  নামের এক রোগীর মোবাইল আজ রবিবার (৫ সেপ্টেম্বর ) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চুরি হইছে।


রোগীর কাছ থেকে জানা যায় , আজ সকাল আনুমানিক ১১ টার দিকে  তিনি ঘুমে ছিলেন তখন তার মোবাইল বিছানায় রাখা ছিলো , ঘুম থেকে উঠে মোবাইল পাওয়া যায় নি। তিনি আরো জানান আমার বিকাশে ৫ হাজার টাকা ছিল ।


রোগীর স্ত্রী জানান মোবাইল হারানোর পর তিনি সিসি ক্যামেরা ফুটেজ দেখার জন্য সেবিকা কক্ষে গেলে দায়িত্বরত নার্স তাকে সিসি ক্যামেরা ঠিক আছে কিনা জানেন না বলে দিয়েছেন। পরবর্তীতে তিনি আবার গেছেন জিজ্ঞেস করতে তখন ঐ দায়িত্বরত নার্স তাকে জানান সিসি ক্যামেরা নষ্ট ।


দায়িত্বরত নার্স জানান , তারা আসছিলো আমার কাছে কিন্তু সিসি ক্যামেরার বিষয়ে আমি কিছু জানিনা আরিফ স্যার বলতে পারবে।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল হাসান  জানান , পাথরঘাটায় আমি নতুন আসছি ,সিসি ক্যামেরা সবগুলো ভালো আছেকিনা আমি বলতে পারবো না ।তবে মোবাইল চুরির ঘটনা আমি জানতে পেরেছি।আমি বিষয়টি খতিয়ে দেখতেছি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)