পাথরঘাটায় নুরুল ইসলাম ফারুকী ৭ম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া
ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ, জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা ইউনাইটেডের সাবেক উপদেষ্টা সদস্য, চ্যানেল আই-এর কাফেলা ও সত্যের পথে অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক আলহাজ্ব আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহঃ) এর ৭ম শাহাদাত বার্ষিকীতে বরগুনার পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আল্লামা নুরুল ইসলাম ফারুকী দেশে ও বিদেশে ওয়াজ মাহফিল করার পাশাপাশি ইসলামের বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরে সুন্নিয়াতের মহান খেদমতের আঞ্জাম দিয়েছেন। সুন্নিয়াতের পক্ষে যুক্তিযুক্ত প্রামাণ্য দলিল উপস্থাপন করতেন। তিনি একজন সুন্নিয়াতের মহান নেতা ও সত্যিকারের আশেকে রাসূল ছিলেন।
২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে খুন হন মাওলানা ফারুকী। ওইদিন এশার নামাজের পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসায় ঢুকে তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে ফারুকীকে গলা কেটে হত্যা করে।
ওই ঘটনায় পরে তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।