পাথরঘাটায় নুরুল ইসলাম ফারুকী ৭ম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০২১

---ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ, জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা ইউনাইটেডের সাবেক উপদেষ্টা সদস্য, চ্যানেল আই-এর কাফেলা ও সত্যের পথে অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক আলহাজ্ব আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহঃ) এর ৭ম শাহাদাত বার্ষিকীতে বরগুনার পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আল্লামা নুরুল ইসলাম ফারুকী দেশে ও বিদেশে ওয়াজ মাহফিল করার পাশাপাশি ইসলামের বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরে সুন্নিয়াতের মহান খেদমতের আঞ্জাম দিয়েছেন। সুন্নিয়াতের পক্ষে যুক্তিযুক্ত প্রামাণ্য দলিল উপস্থাপন করতেন। তিনি একজন সুন্নিয়াতের মহান নেতা ও সত্যিকারের আশেকে রাসূল ছিলেন।


২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে খুন হন মাওলানা ফারুকী। ওইদিন এশার নামাজের পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসায় ঢুকে তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে ফারুকীকে গলা কেটে হত্যা ক‌রে।


ওই ঘটনায় প‌রে তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় এক‌টি হত্যা মামলা করেন। মামলা‌টি সিআইডির তদন্তাধীন রয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)