পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ইয়াবা সহ যুবক আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৪ আগস্ট ২০২১

---দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট এলাকা থেকে ইয়াবা সহ বেলাল হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে দক্ষিণ স্টেশান কোষ্ট গার্ড পাথরঘাটা।


সোমবার রাত এগারোটার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করা হয়। আটক বেলাল উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী গ্রামের কবির হাওলাদারের ছেলে। জানা যায় বেলাল বিএফডিসি ঘাটের পাইকার সাফায়েত হোসেনের অফিস সহকারী।


কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট  ফাহিম শাহরিয়ার জানান মৎস্য বন্দর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নদী পথে ইয়াবা এনে মাদকের কারবার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলাল কে আটক করা হয়। বেলালের মৎস্য ব্যাবসার আড়ালে ইয়াবা বিক্রি ও সংরক্ষণ করা ছিল মুল কাজ।


পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান মঙ্গলবার গভীর রাতে আটক বেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে কোষ্টগার্ড। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)