পাথরঘাটায় স্লুইজ ভেঙ্গে এলাকাবাসী বিপাকে
পাথরঘাটায় স্লুইজ ভেঙ্গে গেছে। বরগুনা পাথরঘাটার সদর ইউনিয়নে হাজির খাল স্লুইজ ভেঙ্গে রাস্তা সহ নদীতে বিলীন হয়ে গেছে প্রায়।
গত এক সপ্তাহ ধরে বৃষ্টিপাতের কারণে স্লুইজের উপর থাকা রাস্তার মাটি ভেঙে ধীরে ধীরে নদীতে মিশে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোঃ আলতাফ হোসেন পাথরঘাটা নিউজ কে জানান গত এক বছর ধরে এই স্লুইজটি অল্প অল্প করে ভাঙতো কিন্তু লঘু চাপের প্রভাবে গত এক সপ্তাহর বৃষ্টিতে বেড়িবাঁধ সহ স্লুইজ ভেঙ্গে নদীতে হাড়িয়ে যাচ্চে।
তারা বলেন আর দুই একদিনের মধ্যে সম্পূর্ণ রাস্তাটি ভেঙ্গে যাবে ।আর এই রাস্তা ভেঙ্গে গেলে আসেপাশের ঘরবাড়ি জোয়ারের পানিতে ডুবে যাবে।
স্থানীয় মোঃ হারেস বলেন বিষয়টি তারা ইতিমধ্যে এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান এবং মেম্বার কে অবহিত করার পরেও তারা এখন পর্যন্ত নাকি এসে দেখেন নি বিষয়টি।
জানা গেছে হাজির খাল এলাকার বেশিরভাগ মানুষ মৎস্য ব্যবসার সাথে জড়িত । এবং তাদের প্রতিদিন ব্যবসার কাজে এই রাস্তাটি দিয়ে পাথরঘাটা আসতে হয়। রাস্তাটি সম্পূর্ণ ভেঙে গেলে তাদের ব্যবসার ব্যাপক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় মেম্বার নুরুল আলম দুলাল জানান আমি বিষয়টি শোনার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং তারা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এটি সংস্কার করা হবে।