পাথরঘাটায় দেখা মিলেছে বিরল প্রজাতির সাকার ফিস

asraful islam
asraful islam,
প্রকাশিত: ১২:০১ পিএম, ২ আগস্ট ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় বাড়ির সামনের উঠনে মাছ শিকারের জন্য জাল ফেল্র রাজু নামের এক যুবক। পরের দিন সকালে ওই জাল তুলে রুই, বিদেশি পুঠি, তেলাপিয়া ও শোল মাছ উঠে আসে। এর সাথে উঠে আসে বিরল প্রজাতির সাকার ফিস।

রোববার (১ আগস্ট) সকাল ১০ টার দিকে মাছটিত নাম জানার জন্য পাথরঘাটা বাজারে নিয়ে আসেন।

এর আগে গত বুধবার (২৮ জুলাই) মাছটি পাওয়া যায়। মাছটি প্রায় ১৬ ইঞ্চি লাম্বা ও ওজন ৮শ গ্রাম।

হঠাৎ বিরল প্রজাতির মাছটির কথা শুনে স্থানীয় লোকজন ভির জমাতে থাকে। তখন বিভিন্ন লোকজনে বিভিন্ন রকমের নাম বলতে থাকেন তারা।

রাজু জানান, এই মাছটি এর আগে কখনো দেখিনি। আজ ৪ দিন ধরে মাছটি বালতির পানির মধ্যে রেখে দিয়েছি শুধু নাম জানার জন্য। কারো কাছে এর নাম জানতে না পেরে পাথরঘাটার সাংবাদিকদের কাছে নিয়ে আসলে তারা উপজেলা মৎস্য কর্মকর্তার কাছ থেকে নাম জেলে বলেন ‘সাকার ফিস’। এর আগে এই মাছ ও নাম কখনো জানতাম না। তিনি আরো জানান, মাছটিকে আজ ৪ দিন ধরে পানি ভাত খাইয়েছি, দেয়ার সাথে সাথে খেয়েছেও।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎসয় কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এই মাছটির নাম সাকার ফিস। মাছটি পানি ছাড়াও প্রায় ২৪ ঘন্টা বেচে থাকতে পারে। তবে এই মাছটি আমাদের দেশের জন্য না। মৎস্য বিভাগ থেকে সব স্থানেই এ মাছটিকে দেখলে অপসারন করতে বলা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)