রাজুর মা জানতো না ছেলে ‘ জঙ্গির বোমা কারিগর’
এক মাস পাঁচদিন বেশি পর নিখোঁজ পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর খোঁজ মিলেছে। তবে তা জঙ্গি সংগঠন নব্য জেএমবির বোমা তৈরির কারিগর হিসেবে। সম্প্রতি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সিটিটিসির অনুসন্ধানে এ তথ্য বের হয়ে আসে। তবে এ বিষয়ে কিছুই জানতো না রাজুর পরিবার। এমনটি জানিয়েছেন জাহিদুল হাসান রাজুর মা আকলিমা বেগম।
রাজুর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে। ২৪ জুন থেকে জাহিদ হাসান রাজু নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, ছেলে জাহিদ হাসান রাজু জঙ্গি কার্যক্রমের সাথে জরিত বিষয়টি তাদের জানা ছিলনা। ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)র কাছে তথ্যমতে জাহিদ হাসান রাজু ওরফে ফোরকান নব্য জেএমবির বোমা তৈরির প্রধান কারিগর। তিনি মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত জঙ্গি।
জাহিদের বাড়ি বরগুনার পাথরঘাটা থানার গোনবুনিয়া গ্রামে। বাবার নাম হুমায়ুন কবির। তিনি বরগুনার পাথরঘাটায় পানের ব্যবসা করেন।