পাথরঘাটায় ভারী বর্ষণে মৎস্য খাতে প্রায় সোয়া ১ কোটি টাকার ক্ষতি
দক্ষিনাঞ্চলে হঠাৎ এটানা ৩ দিনের ভারী ভর্ষণে বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য ছোট-বড় মৎস্য ঘের ও পুকুর। এ ভারী ভর্ষনে উপজেলায় ১ কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমাড় আপু পাথরঘাটা নিউজকে এ তথ্য নিশ্চিৎ করেছেন।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মৎস্য ঘের ৮.৯০ হেক্টর, পুকুর ও দীঘি ২৩.৭২ হেক্টর ডুবে গেছে এর মধ্যে মাছ বের হয়ে গেছে, সাদা মাছ ৪৮.৩৬ মেট্রিকটন যার মূল্য ৭২.৫৪ লাখ টাকা এবং পোনা মাছ ৪৮.৩৬ মেট্রিকটন যার মূল্য ৬ লাখ টাকা। অবকাঠামোর ক্ষতি হয়েছে ৪০.৩০ লাখ টাকা। মৎস্য ক্ষাতে এ উপজেলায় মোট ১ কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকার ক্ষতি হয়েছে।
জয়ন্ত কুমাড় আপু জানান, হঠাৎ ভারী বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন স্থানে মৎস্য ঘেরে ব্যাপক ক্ষতি হয়েছে।
আমরা সরেজমিনে পরিদর্শণ করে জেলায় তালিকা পাঠিয়েছি, তাতে মোট ১ কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকার ক্ষতি হয়েছে।