পাথরঘাটায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ্যদের জন্য ২৪ টন চাল বরাদ্ধ
টানা ৩দিন ভারী বর্ষণের উপকুলীয় উপজেলা বরগুনার পাথরঘাটার পৌরসভা ও ৭টি ইউনিয়নের জন্য ২৪ মেট্রিকটন চাল বরাদ্ধা দেয়া হয়েছে।
আজ শনিবার সকালে পাথরঘাটা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটা দুর্যোগ ও ত্রান বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে উপসহকারী প্রেকৌশলী মো. জাহাঙ্গীর আলম।
তিনি জানান, ভারি বর্ষণে পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতি বর্ষণজনিত ক্ষয়-ক্ষতি নিরূপনের জন্য পৌরসভা মেয়র ও ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে ক্ষতিগ্রস্থ্যদের তালিকা দেয়ার জন্য বলা হয়েছে। পাথরঘাটা পৌরসভায় ১০ মেট্রিকটন ও ৭টি ইউনিয়নে ১৪ মেট্রিকটন চাল বরাদ্ধ দেয়া হয়েছে।
তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে শুকনো খাবার ভিতর করা হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)