পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বরগুনার পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের আরিফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে আনুমানিক দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে পরে ডুবে যায় বলে ধারনা করছেন আরিফার বাবা।
আরিফা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পূর্ব বাদুরতলা গ্রামের মো. আউয়াল মিয়ার মেয়ে।
আরিফার বাবা আউয়াল মিয়া জানান, সকাল ১০টার দিকে বাড়ির উঠোনে খেলতে ছিল আরিফা। এর কিছুক্ষন পরে বাড়িরর সকলের চোখ ফাকি দিয়ে পুকুরের দিকে যায়। ধারনা করা হচ্ছে, পুকুরের পানি উঠানোর চেষ্ঠা করছিল সে। তখন পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তার খালা তানজিলা আক্তার। তাৎক্ষনিক সেখান থেকে আরিফাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।