পাথরঘাটায় ইয়াবা সহ যুবক আটক
পাথরঘাটার চরদোয়ানি ইউনিয়নের ছোট টেংরা গ্রাম থেকে ইয়াবা সহ ফিরোজ শেখ নামে এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
আটক ফিরোজ শেখ (৩০), একই এলাকার আহম্মেদ শেখের ছেলে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক মামুন হোসেন জানান, সোমবার রাত ২ টার দিকে দক্ষিণ চরদুয়ানী বান্দাঘাটার উত্তর পাশে জাফর মোল্লার বাড়ির সামনে ওয়াপদার উপর থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান আটক ফিরোজ শেখ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)