পাথরঘাটায় মা ও মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ৪
পারিবারিক কলহের জের ধরে বরগুনার পাথরঘাটায় স্ত্রী সুমাইয়া (১৮) ও নয় মাস বয়সী মেয়ে সামিরা আক্তার জুঁইকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার ঘটনায় সুমাইয়ার
বাবা রিপন বাদশা বাদী হয়ে পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পাথরঘাটা থানার পুলিশ সুত্রে জানা যায় চারজনকে নামীয় এবং অজ্ঞাত দুই তিন জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
এদের মধ্যে সুমাইয়ার স্বামী সাহিন মুন্সীকে প্রধান আসামি করে সাহিনের মা সাহিনুর কে দ্বিতীয় সাহিনের মামাতো ভাই ইমাম ও ইমামের স্যালক রিমন সহ অজ্ঞাত দুই-তিনজন কাসেমী করে মামলা দায়ের করা হয়েছে।
এদের মধ্যে শাহিনুর এবং ইমাম পুলিশ হেফাজতে রয়েছেন। বাকিদের আটকের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাশার।
এদিকে অভিযুক্ত স্বামী সাহিন মুন্সীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার। এজন্য তিনি গনমাধ্যম কর্মী ও স্থানীয়দের সহায়তায় চেয়েছেন।
অভিযুক্ত ঘাতক সাহিন মুন্সী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামের খলিলুর রহমান মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে পাথরঘাটা থানার ডাবল হত্যা মামলা করেছে নিহত সুমাইয়ার বাবা রিপন বাদশা