পাথরঘাটায় আগুনে ঘর পুড়লেও অক্ষাত কোরআন শরীফ
বরগুনার পাথরঘাটায় গ্যাসের সিলেন্ডার বিস্ফোরণে আসবাবপত্র সহ সমস্ত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও ঘরের মধ্যে থাকা কোরআন শরীফ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
আশ্চর্য এ ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের ইউনুস মোল্লার বসত ঘরে।
পাথরঘাটা স্টেশান ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মারুফ হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে খাবার শেষে তরকারি গরম করতে গেলে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। এতে ঘরের সব আসবাব পত্র পুরে ছাই হয়ে যায়। তবে পোড়া ছাইয়ের ভিতর থেকে অক্ষত অবস্থায় একটি কোরআন শরীফ উদ্ধার করা হয়।
পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।