পাথরঘাটায় একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন মা
পাথরঘাটায় একসঙ্গে তিন পুত্র সন্তান জন্ম দিয়েছেন রাহিমা বেগম (৩
২)। তবে পূর্ণ গর্ভধারণের আগে বাচ্চা জন্ম হওয়াতে তিন জনের জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডাঃ বশির আহমেদ।
রাহিমা বেগম পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মিরাজ হোসেনের স্ত্রী। মিরাজ হোসেন একজন মৎস্য শ্রমিক।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বরগুনার পাথরঘাটায় বেসরকারি শাপলা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। এর আগেও দুটি মেয়ে সন্তান রয়েছে মিরাজ রাহিমা দম্পত্তির।
এদিকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই মহা খুশিতে সদ্য ভূমিষ্ঠদের নামও রেখেছেন দাদী ও নানী। তাদের নাম হল, রহমাত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ। নাতীদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় বলে জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।
শাপলা ক্লিনিক এর ব্যবস্থাপক মো.মিলন বলেন, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে প্রচন্ড ব্যথা নিয়ে রাহিমা বেগমকে তার স্বজনরা ক্লিনিকে নিয়ে আসেন তাৎক্ষণিক আমরা পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি নিয়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করা হয়েছে। ভূমিষ্ঠ হওয়া থেকে তিন শিশুকে অক্সিজেনে রাখা হয়েছে। তবে মা রহিমা বেগম সুস্থ আছেন।