পাথরঘাটায় বাপা’র করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা কর্মসুচি
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা কর্মসুচি পালন করা হয়।
আজ বুধবার (২জুন) বেলা ১১টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা পৌর শহরে শেখ রাসেল স্কয়ারে সচেতনতা কর্মসুচি উপলক্ষে র্যালী, মাস্ক-লিফলেট বিতরণ এবং পোস্টারিং-মাইকিং ও স্টিকার লাগানো হয়।
র্যালী, মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসুচি উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএসএম জসিম, যুগ্ন-সাধারন সম্পাদ সাংবাদিক কাজী তারিকুল ইসলাম রাকিব।
র্যালী শেষে বাপা নেতৃবৃন্দ মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য বিধি চলাচল করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
বক্তারা সকল প্রকার দূষণকে প্রতিহত করে নদ-নদী, জলাশয় এবং বনাঞ্চল রক্ষার আহ্বান জানান।