পাথরঘাটায় ঈদ সামগ্রী নিয়ে এক ঝাঁক তরুন
বরগুনার পাথরঘাটায় যুব রেড ক্রিসেন্ট এর উদ্যোগে এক ঝাঁক তরুন ঈদ সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৩ মে) বিকেলে এমন চিত্র দেখা গেছে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা এলাকায়। তারা ব্যাগের মধ্যে ঈদ সামগ্রী নিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।
প্রতি ব্যাগের মধ্যে রয়েছে, সেমাই ২ প্যাকেট, চিনি ১ কেজি, দুধ ১ প্যাকেট, সাবান ১টি, নুডলস ২ প্যাকেট, ট্যাং ১টি ও বিস্কুট ১ প্যাকেট।
এ সময় তাদের মধ্য থেকে আল আমিন জানান, একেতো করোনা মহামারী এর মধ্যে আবার লকডাউন। এ লকডাউনের মধ্যে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। আবার গ্রামের কিছু মানুষ আছে যারা না খেয়ে থাকে, কারো কাছে কিছু বলতেও পারেনা। তাই আমরা যুব রেড ক্রিসেন্ট এর মাধ্যমে উপজেলার মধ্য থেকে বেছে বেছে কিছু মানুষের বাড়ি পৌঁছে দিচ্ছি ঈদ সামগ্রী। আমরা তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য এই উদ্যোগ নিয়েছি।