“স্বপ্নসারথি” স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে মঠবাড়িয়ায় ঈদ উপহার বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নসারথি” এর উদ্যোগে চলমান করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য বিতরণ করা হয়েছে। ১২ই মে বুধবার উপজেলার বিভিন্ন স্থানে ৫০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির স্বেচ্ছাসেবক মো:বেল্লাল হোসাইন বলেন, আমাদের মতো দেশে লকডাউন উচ্চবিত্তদের জন্য হয়তো কষ্টদায়ক নয়। কিন্তু সমাজের অসহায় মানুষদের জন্য এটা খুবই বেদনাদায়ক। শ্রমজীবী অসহায় মানুষগুলো যদি এক দিন বসে থাকেন, তাহলে তাদের খাদ্য জোগাড় করা অনেক কষ্টের। আমাদের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে অর্থ জোগাড় করে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। সামনের দিনগুলোতেও আমরা তাঁদের পাশে থাকব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল ইমামুল হক মুন্না নামে একজন তরুন সমাজসেবকের এর উদ্দ্যোগে আত্মপ্রকাশ করে উক্ত সংগঠনটি।