সংগীতের যুবরাজ আসিফ আকবর শুভ জন্মদিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:১৭ এএম, ২৫ মার্চ ২০১৮

আসিফ আকবর
অনলাইন ডেস্কঃ আজ বাংলা সংগীতের যুবরাজ আসিফ আকবরের জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে তিনি কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তার প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ বাজারে আসে। এরপর আর এই শিল্পীকে পেছন ফিরে তাকাতে হয়নি। লাখো-কোটি সংগীতপ্রেমী মানুষের হৃদয় জয় করে বাংলা সংগীতে এখনও রাজত্ব করে যাচ্ছেন আসিফ।

এর আগে দেশে ও দেশের বাইরে থাকা অগনিত আসিফ ভক্তরা প্রিয় শিল্পীর জন্মদিন রীতিমতো উৎসবমুখর পরিবেশে পালন করে আসছিলেন। গত বছর থেকে তিনি ঘোষণা দেন ২৫ মার্চ একটি বর্বরোচিত ও কালরাত। এ দিনটিতে উৎসবমুখর ভাবে তিনি আর জন্মদিন পালন করবেন না।

তার সংগীতের শুরু হয়েছিল ফিতার যুগে ‘ও প্রিয়া তুমি কোথায়’।
যে গান এখনও মানুষের মুখে মুখে বাজে। আসিফের ‘ও প্রিয়া তুমি কোথায়’ এখনও অডিও গানে ইতিহাস সৃষ্টিকারী অ্যালবাম। যার ধারে কাছে এখনও কোনও অ্যালবাম পৌঁছাতে পারেনি। ওই অ্যালবাম দিয়েই বাংলা গানের জগতের রাজত্বটা আসিফের হাতে চলে আসে।
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)