পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ঔষধ সরবরাহ করলেন এমপি সুলতান নাদিরা
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সুলতানা নাদিরা ব্যক্তিগত তহবিল থেকে প্রয়োজনীয় ৫ লক্ষাধিক টাকার ঔষধ সরবরাহ করেছেন।
গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ এর আছে সুলতানা নাদিরা এমপির একটি প্রতিনিধি দল এ ঔষধ হস্তান্তর করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ জানান করোনাকালীন সময়ে উপকূলীয় পাথরঘাটায় ডায়রিয়ার প্রাদুর্ভাব মহামারী আকারে দেখা দেয়। এ কারণে সুলতান নাদিরা এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হস্তান্তর করে। এর আগে তিনি ৭ হাজার পিস কলেরা স্যালাইন ও হস্তান্তর করেছিলেন। এতে এলাকার রোগীরা অনেক উপকৃত হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শান্ত, মোহাম্মদ সাইকুল ইসলাম, কাজি রাকিব, সুমন ইসলাম প্রমূখ।