পাথরঘাটা ছাত্রলীগের উদ্যোগে পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ
বরগুনা জেলার পাথরঘাটায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ মক্কীর উদ্যোগে প্রান্তিক জনপদের সাধারণ মানুষের মধ্যে পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করেছে।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ১১টার সময় পাথরঘাটা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এগুলো বিতরণ করা হয়।
এ সময় ২ হাজার পিচ পানি বিশুদ্ধ করনের ট্যাবলেট দেয়া হয়েছে। তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত কর্মকার শুভ, পাথরঘাটা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাইনুল ইসলাম সুমন, পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. মামুন প্রমুখ।
ওয়ালিদ মক্কী জানান, দেশে করোনা ভাইরাসের প্রকোপ যেমন বৃদ্ধি পেয়েছে বর্তমান সময়ে তেমনি দক্ষিনাঞ্চলে তার চেয়েও বেশী বৃদ্ধি পেয়েছে কলেরা, ডাইরিয়া ও পানি বাহিত রোগ । এর একমাত্র কারণ হিসেবে যা বুঝতে পেরেছি তাহলো পানি সমস্যা। আর দক্ষিনাঞ্চলে এ সময় পানিতে খুব সমস্যা থাকে। এক কথায় বলতে গেলে পানির দেশেই পানিতে সমস্যা। তাই মহামারী করোনার পাশাপাশি কলেরা, ডায়রিয়ার সমস্যা দূর করার জন্য পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ শুরু করেছি। যাতে সাধারণ মানুষ ১ পিচ ট্যাবলেট ৩০ মিনিট পানিতে দিয়ে বিশুদ্ধ করে খেতে পারে।