পাথরঘাটায় তরমুজের গায়ে আগুন বাজার মনিটরিং এর দাবি সাধারণ মানুষের
বরগুনার পাথরঘাটায় মৌসুমী রসালো ফল তরমুজ এখন কেজি দরে বিক্রি হচ্ছে। তরমুজের প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা করে ব্যবসায়ীরা তাদের ইচ্ছামত দাম হাকিয়ে তরমুজ বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতা সাধারনের। নিন্ম আয়ের মানুষ হয়ত এ বছর তরমুজের স্বাদই নিতে পারবে না এমনটি মনে করছেন অনেকে।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন খুচরা ব্যবসায়ী জানান, বড় ব্যবসায়ীরা তরমুজ পাইকারী বাজার হতে শ’ হিসেবে ও ক্ষেত কিনে তা কেজিতে বিক্রি করছেন।
সাধারণ মানুষের দাবী তরমুজ ব্যাবসায়ীদের সিন্ডিকেটের কারণে আমরাও অতিরিক্ত মূল্য দিয়ে কেজিতে ক্রয় করতে বাধ্য হচ্ছি। বাজার মনিটরিং করলে কেজি কাহিনী উন্মোচন হবে বলে তারা মনে করছেন।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)