স্থগিত হতে পারে পাথরঘাটাসহ প্রথম ধাপের ইউপি নির্বাচন
আগামী ১১ এপ্রিল পাথরঘাটার ৩টি ইউনিয়নসহ দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা আছে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথম ধাপের এ ইউপি নির্বাচন স্থগিত হতে পারে।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, করোনাভাইরাস মোকাবিলায় সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। এর পরপরই জরুরি বৈঠকে বসে কমিশন।
এ বিষয়ে ইসি’র সচিব হূমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, প্রথম ধাপের ইউপি নির্বাচন করোনার কারণে স্থগিত হবে কি না, সে সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী ১ এপ্রিল কমিশন সভা ডাকা হয়েছে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হবে।
আজ (২৯ মার্চ) হঠাৎ করে সভা ডাকে নির্বাচন কমিশন। আগামী ৩১ মার্চ যেসব স্থানে নির্বাচন করার কথা আছে, সেগুলো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। তবে ৩১ মার্চের পর সব নির্বাচন স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের বিষয়ে আগামী ১ তারিখের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা আছে।