পাথরঘাটায় ইউপি নির্বাচনের বাছাইয়ে বৈধতা পেলেন যারা
বরগুনার পাথরঘাটায় প্রথম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২৭, সংরক্ষিত মহিলা আসনে ৩৪ ও সাধারণ আসনে ১১৯ জনের মনোনয়ন বৈধতা পেয়েছেন।
আজ শুক্রবার (১৯ মার্চ) সন্ধা সাড়ে ৭টার সময় রিটার্নিং কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার পাথরঘাটা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাথরঘাটার উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এর মধ্যে কালমেঘা ইউনিয়নে ৭জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন ও সাধারণ আসনে ৪৬ জন প্রার্থী। কাঠালতলী ইউনিয়নে চেয়ারম্যান ১০ জন, সংরক্ষিত নারী আসনে ১০ জন ও সাধারণ আসনে ৩৩ জন প্রার্থী। কাকচিড়া ইউনিয়নে চেয়ারম্যান ১০ জন, সংরক্ষিত নারী আসনে ৯ জন ও সাধারণ আসনে ৪০ জন প্রার্থী মনোনয়ন বৈধতা পেয়েছেন।
তিনি আরো জানান, এ নির্বাচনে সাধারণ আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পাননি, তারা হলো, কালমেঘা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের আনোয়ার হোসেন সিকদার ও কাকচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মতি মুন্সি।
তিনি জানান, আগামী ২৫ তারিখ প্রতীক বরাদ্ধের পর থেকে প্রচারনা শুরু হবে এবং ১১ এপ্রিল নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি।