ট্রলার ও হরিণের ফাঁদসহ আটক ৪
হরিণসুন্দরবন থেকে ট্রলার ও হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় আটককৃতদের বন আদালতে সোপর্দ করা হয়েছে।
বন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমীর মল্লিক আটককৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১৭ মার্চ সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণথোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য এলাকা থেকে দুটি ট্রলার ও ৩০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ ৪ শিকারি আটক করে বন বিভাগ।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার তালতলী উপজেলার সকিনা গ্রামের মো. হারুণ মুছল্লীর ছেলে মো. এনায়েত মুছল্লী (৩৭), একই গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে মো. আউয়াল হাওলাদার (২০), তালতলী উপজেলার সোনাঘাটা গ্রামের মো. আতাহার শিকদারের ছেলে আব্দুল রহিম শিকদার (৪০) ও মো. ফরহাদ শিকদার (২০)।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কচিখালি অভয়ারণ্য এলাকায় হরিণ শিকারের জন্য কয়েকজন অপেক্ষা করছে। গত ১৭ মার্চ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রলার ও তিনশ’ ফুট হরিণ শিকারের ফাঁদসহ চারজন শিকারিকে আটক করা হয়। আটককৃতদের বন আদালতে পাঠানো হয়েছে।