পাথরঘাটায় ১ রাতে ৩টি গরু চুরির অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৩ মার্চ ২০২১

এই ছবিটি প্রতিকীবরগুনার পাথরঘাটা থেকে এক রাতে ৩টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। যার মুল্য আনুমানিক দেড় লাখ টাকা।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিন কুপধন গ্রাম থেকে গরু তিনটি চুরি হয়।

চুরি হওয়া গরুর মূল আনুমানিক দেড় লাখ টাকা। গাভি তিনটির মধ্যে একটি সাদা ও লাল মিশ্রণ, একটি লাল ও একটির মাথাই সাদা চিহ্ন আছে।

চুরি হওয়া গরুর মালিক মো. রাশেদ জানান, প্রতি দিনের মতো রাত ১২টার দিকে গোয়াল ঘরে গিয়ে গরু দেখে এসে ঘুমিয়ে পরে। এর পরে রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে সংঘবদ্ধ চোরেরা গোয়াল ঘরে শিকলের তালা ভেঙে নদীর দিকে নিয়ে যায় তারা। তিনি আরাও জানা, তিনটা গাভীর মধ্যে একটি এই সপ্তাহের মধ্যেই বাচ্চা দিবে।

এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, এরকম কোন ঘটনার কথা আমার জানা নেই। কেউ এখন পর্যন্ত আমাদের কাছে অভিযোগও করেনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)