পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে জেলের জালে ২৮ ও ২২ কেজির দুই কোড়াল

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৩ মার্চ ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় ২৮ কেজি ওজনের একটি ও ২২ কেজি ওজনের একটি কোড়াল মাছ বিক্রি করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পাথরঘাটা বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসেন ফোরকান নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হয়।

পদ্মা গ্রামের বিক্রেতা ফোরকান জানান, বলেশ্বর নদীতে জেলেদের জালে দুটি কোড়াল মাছ ধরা পড়ে। পরে শনিবার সকালে রহিতা মাছ বাজার থেকে ওই দুইটি মাছ কিনে পাথরঘাটা বাজারে নিয়ে আসা হয়। একটি মাছের ওজন ২৮ কেজি অপরটির ২২কেজি। প্রতি কেজি বিক্রি করা হয়েছে এগারোশ টাকা হিসেবে।

প্রত্যক্ষদর্শী মো. সুমন মিয়া জানান, এতো বেশি ওজনের মাছ বহু বছর আগে দেখা যেত। কয়েক বছর ধরে কোরাল মাছ একেবারে বিলুপ্তির পথে ছিল। এ মাছটি পাওয়ায় অনেক মানুষ একটিবার দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভীর করে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)